• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাবির জহুরুল হক হলের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক মে ১৫, ২০১৭, ১১:৫১ এএম
ঢাবির জহুরুল হক হলের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের পুকুরে ডুবে নুরুদ্দিন জনি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থী ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে পুকুরে সাঁতার কাটতে নেমে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।

তিনি বলেন, এক বন্ধু মশিউর রহমানকে নিয়ে জনি পুকুরে নেমেছিল। সে হঠাৎ করে ডুবে গেলে তার বন্ধুর চিৎকার শুনে হলের ছাত্ররা পুকুরে নামে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা জনির মৃতদেহ উদ্ধার করে।

ফজলুল হলের অনাবাসিক ছাত্র জনি বাইরে থেকে পড়াশোনা করতো বলে তার বন্ধুরা জানিয়েছে। তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!