• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


ঢাবি প্রতিনিধি জানুয়ারি ৮, ২০১৮, ০৭:৩৪ পিএম
ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ‘প্রযুক্তি ইউনিট’-এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল সোমবার (৮ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

শুক্রবার (৫ জানুয়ারি) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রযুক্তি ইউনিটের মোট ৯৬০টি আসনের বিপরীতে ৪ হাজার ৪৭০ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৩ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ২ হাজার ৮৬১ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৭২ দশমিক ৩৯ ভাগ।

পরীক্ষার ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এ ছাড়া, মোবাইল ফোন থেকে DU TEC টাইপ করে 16321 নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!