• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘তথ্য নিয়ে বিনিয়োগ করবেন’


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০১৭, ০২:৫৮ পিএম
‘তথ্য নিয়ে বিনিয়োগ করবেন’

কোনো কোম্পানিতে বিনিয়োগের আগেই সেই কোম্পানি সম্পর্কে সার্বিক তথ্য নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৮ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি।

ক্ষুদ্র বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব কোম্পানিতে বিনিয়োগ করবেন, সেসব কোম্পানির সার্বিক তথ্য নিয়ে তারপর বিনিয়োগ করবেন। কোনো তথ্য না নিয়ে যেখানে সেখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে তার দোষ নিজেদের।’

শেখ হাসিনা বলেন, ‘জনগণের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা অর্জনে বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগ কোথায় করবেন, কীভাবে করবেন এটা জানা একান্তভাবে দরকার।’

তিনি বলেন, ‘ক্ষুদ্র বিনিযোগকারীরা যেসব কোম্পানিতে বিনিয়োগ করতে চান সেসব কোম্পানির সম্পর্কে সার্বিক তথ্য জেনে বিনেয়াগ করতে হবে। কোন কোম্পানিতে বিনিয়োগ করবেন, তাদের আর্থিক অবস্থা কী, তাদের সক্ষমতা কী কী সব জেনে তারপর বিনিয়োগ করতে হবে। গুজব বা সাধারণ ধারণার ওপর নির্ভর করে কোনো কোম্পানিতে বিনিয়োগ করে সবকিছু হারিয়ে সরকার বা অর্থমন্ত্রীর ওপর দোষ চাপানো যাবে না।’

শেখ হাসিনা বলেন, ‘২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি করতে চাই। সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা কাজ করে যাব।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘১০০টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হলে অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করতে পারব।’

তিনি বলেন, ‘আমরা বিনিয়োগ করতে চাই বাংলাদেশব্যাপী। কারণ বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা জরুরি। শিল্প উদ্যোক্তা গড়ে উঠুক, নিজস্ব বিনিয়োগ বেড়ে যাক সেটাই আমরা চাই।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে শক্তিশালী পুঁজিবাজারকে উন্নত অর্থনীতি গড়ে তোলার অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে পুঁজিবাজারের অবদান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে শিল্প ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অন্যতম উৎস হিসেবে পুঁজিবাজারের সূদৃঢ় অবস্থান আমাদের একান্ত কাম্য।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!