• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তবুও তাসকিনের স্বস্তি!


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০১৭, ০৮:২৬ পিএম
তবুও তাসকিনের স্বস্তি!

ঢাকা: হায়দরাবাদে বাংলাদেশের শুরুটা হয়েছিল এক কথায় দুর্দান্ত। স্কোরবোর্ডে ২ রান উঠতেই তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে যান ওপেনার লোকেশ রাহুল। কিন্তু সকালের শুরু যে দিনের সঠিক পূর্বাভাস দেয়না এদিন তা বেশ ভালোই টের পেয়েছে বাংলাদেশ। ভারতীয় ব্যাটসম্যানরা বাংলাদেশী বোলারদের হতাশায় ডুবিয়ে দিন শেষে স্কোরবোর্ডে জড়ো করেছে ৩ উইকেটে ৩৫৬ রান।

দিন শেষে ১১১ রানে অপরাজিত আছেন বিরাট কোহলি। বাংলাদেশকে ভোগাতে ৪৫ রানে অপরাজিত আছেন আজিঙ্কা রাহানেও। তিনি যার জায়গায় খেলছেন সেই করুণ নায়ার ইংল্যান্ডের বিপক্ষে এরআগের টেস্টেই ট্রিপল সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। কাজেই রাহানে তাকে দলে নেওয়ার যৌক্তিকতা প্রমাণ করতে চাইবেন এটাই স্বাভাবিক। কোহলি-রাহানেকে দ্বিতীয় দিনে যত দ্রুত ড্রেসিংরুমের রাস্তা দেখিয়ে দেওয়া যায় ততই মঙ্গল বাংলাদেশের জন্য।

তবে দিনশেষে সংবাদমাধ্যমের সামনে এসে বাংলাদেশের গতি তারকা তাসকিন ইতিবাচকই থাকার চেষ্টা করলেন। তিনি জানিয়ে গেলেন, বোলাররা খুব বেশি খারাপ বল করেননি। যদি সুযোগগুলো কাজে লাগানো যেত তাহলে দিনশেষে স্কোরবোর্ড অন্য কথাও বলতে পারত। তাসকিনের ভাষায়,‘ আমরা সর্বোচ্চ চেষ্টাই করেছি। ৯০ ওভারে তারা ৩৫০ রান করলেও এটা তো তারা ৪৫০ করতে পারত। আমরা খারাপ বোলিং করিনি। তবে রানটা ৩০০ হলে আরও ভালো হত।’

দলীয় ১৯ তম ওভার করেছিলেন মেহেদি হাসান মিরাজ। ওই ওভারেই নিশ্চিত রান আউটের সুযোগ দিয়েছিলেন মুরালি বিজয়। কিন্তু কামরুলের থ্রো মিরাজের হাত থেকে বেরিয়ে গেলে তিনি স্ট্যাম্প ভাঙতে পারেননি। বেঁচে গিয়ে ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নেন বিজয়। এটাই বেশি পোড়াচ্ছে তাসকিনকে। তিনি বলেন,‘ রান আউটটা হলে আজ ওদের তিনটির জায়গায় পাঁচ-ছয়টি উইকেট চলে যেত। ক্যাচ, রান আউট মিস খেলারই অংশ। আশা করছি কাল (১০ ফেব্রুয়ারি) ভালোভাবে শুরু করতে পারব।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!