• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তবুও সন্তষ্ট নন আব্দুর রাজ্জাক


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০১৮, ০৭:২৬ পিএম
তবুও সন্তষ্ট নন আব্দুর রাজ্জাক

ফাইল ছবি

ঢাকা: দীর্ঘ চার বছর পরও সাদা পোশাকে রঙিন আব্দুর রাজ্জাক। শ্রীলঙ্কার বিপক্ষে রাজকীয় প্রত্যাবর্তন ঘটলো ৩৫ বছর বয়সী এই স্পিনারের। লঙ্কার ব্যাটিং ইনিংসে ২৮তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে পরপর দুই উইকেট নেয়ায় সুযোগ এসেছিল হ্যাটট্রিকের। সেটি না হলেও চার উইকেট পেয়েছেন স্পিন রাজ। আর এই নৈপুন্যই প্রমাণ করে এখনই ফুরিয়ে যাননি, দলকে দেয়ার মতে এখনো অনেক কিছু আছে তার।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রাজ্জাক জানান, ‘দলে সুযোগ পেয়েছেন, এবার নিজেকে প্রমাণের পালা।’ তবে ক্যারিয়ার সেরা বোলিং করেও সন্তষ্ট নন রাজ্জাক। হয়তো আরো এক-দু’টি উইকেট পেলে ভালো লাগতো বলে জানান তিনি।

চট্টগ্রামে পাঁচদিনের ম্যাচে উইকেটের পতন হয়েছে ২৪টি, অপরদিকে ঢাকায় প্রথম দিনেই নেই ১৪ উইকেট। ফলে ধরেই নেয়া যায় এ টেস্টে ফলাফল হবেই। তবে প্রথমদিন শেষে বাংলাদেশ চার উইকেট হারানোয় কিছুটা হলেও ব্যাকফুটে। আজ দ্বিতীয় দিনে শেষ দিকের ব্যাটসমানরা দলকে একটা সম্মানজনক স্থানে নিতে পারলে হয়তো চতুর্থ ইনিংসে বড় স্কোর তাড়া করতে নাও হতে পারে। টেস্টে সেশন বাই সেশনে ব্যটসম্যানরা দায়িত্ব নিলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসবে। রাজ্জাক যখন দলে খেলেছেন তখনকার চেয়ে এখনকার উইকেট অনেকটাই ভিন্ন প্রকৃতির। বোলাররা অনেকটা বাড়তি সুবিধা পাচ্ছেন।

চারবছর পর জাতীয় দলে, ড্রেসিংরুমের পরিবেশে মানিয়ে নিতে কতটা স্বাচ্ছন্দ্যে ছিলেন এ প্রশ্নে রাজ্জাক বলেন, ‘যে কোন ফরমেটে জাতীয় দলে হয়ে খেলাই ভিন্ন বিষয়। জাতীয় দলে অনেকেই তার জুনিয়র হলেও সবাই নিজ নিজ দায়িত্ব নিয়েই ব্যস্ত। দলে ডাক পাওয়া থেকে একাদশে সুযোগ পাওয়া সবই ভিন্ন ধরনের অনুভূতি। বিশেষ করে প্রথম যখন (ইনিংসের দ্বিতীয় ওভার) বল হাতে নিলেন, তৃতীয় ওভারেই উইকেট। ফলে শুরুতে কিছুটা নার্ভাস হলেও পরে তা কেটেছে। বোলাররা তাদের দায়িত্ব যথাযথ পালন করেছে। ব্যাটসম্যানরা তাদের ভূমিকায় সফল হলেই ম্যাচে ভালো লড়াই হবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!