• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তবুও সাইফউদ্দিনে আস্থা হারাচ্ছেন না মাহমুদউল্লাহ


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০১৮, ১১:৪১ এএম
তবুও সাইফউদ্দিনে আস্থা হারাচ্ছেন না মাহমুদউল্লাহ

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফরে সাইফউদ্দিনকে দুঃস্বপ্ন উপহার দিয়েছিলেন ডেভিড মিলার। পচেফস্ট্রুমের সেই ম্যাচে এক ওভারে ৩১ রান দিয়েছিলেন। মিলার দুঃস্বপ্ন ফিরে এসেছিল বিপিএলেও। এবার সাইফউদ্দিনকে বেধড়ক পেটালেন ড্যারেন স্যামি।

বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও সাইফউদ্দিনকে প্রচণ্ড মেরেছেন লঙ্কান ব্যাটসম্যানেরা। ২ ওভারে দিয়েছেন ৩৩ রান। ইকোনমি ১৬.৫০। সবচেয়ে বাজে বোলিং করেছেন সাইফউদ্দিনই। তারপরও তরুণ এই অলরাউন্ডারকে নিয়ে উদ্বিগ্ন নন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ,‘ আমি উদ্বিগ্ন নই। হয়তো নিজের পরিকল্পনাগুলো সে ঠিকভাবে কাজে লাগাতে পারেনি। ফিল্ড সেটআপ যেটা ছিল, যেটা চাচ্ছিলাম, হয়তো সেই লেংথ অনুযায়ী সে বোলিং করতে পারেনি।’

২ ওভারে এত রান দেওয়ায় সমালোচনার তীর ছুটে যাচ্ছে সাইফউদ্দিনের দিকে। অধিনায়ক তাঁকে আগলেই রাখছেন,‘ খেলতে খেলতেই শিখবে, অসুবিধা নেই। এটা বিশ্বাস করি যে, সাইফউদ্দিন একদিন বাংলাদেশকে ম্যাচ জেতাবে। ভুল থেকে শিক্ষা নিতে পারলে ওর জন্য ভালো, দলের জন্যও ভালো। ওকে একা দোষ দেওয়া ঠিক হবে না। যখন জিতি দল হিসেবে জিতি, হারলেও আমরা দল হিসেবে হারি। কারও দিকে আঙুল তোলা ঠিক নয়। অপু (নাজমুল) ছাড়া আজ পুরো বোলিং বিভাগ বাজে করেছে। বোলিং নিয়ে আরও কাজ করতে হবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!