• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তবু্ও আত্মবিশ্বাস হারাচ্ছে না মাসাকাদজার জিম্বাবুয়ে


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২০, ২০১৮, ০৭:৪২ পিএম
তবু্ও আত্মবিশ্বাস হারাচ্ছে না মাসাকাদজার জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত

ঢাকা: বড় দুঃসময় চলছে জিম্বাবুয়ের ক্রিকেটে। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফর তাদের জন্য ছিল একরাশ হতাশার। একটি জয়ও পায়নি হ্যামিল্টন মাসাকাদজার দল। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার পর আর একটি ম্যাচেও জিততে পারেনি জিম্বাবুয়ে। এই সময়ে ১০টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টিতে হেরেছে তারা।
 
বাংলাদেশে এসে একমাত্র প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে স্রেফ সৌম্য সরকারদের বিপক্ষে উড়ে গেছে। হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। দীর্ঘ জয়খরায় ভুগতে থাকা জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজে সেটি কাটাতে চায়। সেই স্বপ্নই দেখছেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

রোববার প্রথম ম্যাচ শুরুর আগের দিন তিনি সংবাদমাধ্যমের সামনে বললেন,  আমরা আগামী কালকের ম্যাচ আর এই সফর থেকে যা অর্জন করতে পারি সেদিকে মনোযোগ দিচ্ছি। এখান থেকে আমরা কেবল সামনের দিকেই যেতে পারি। দলের সবাই সেদিকে তাকিয়ে আছে।’

দক্ষিণ আফ্রিকা গিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হেরে আত্মবিশ্বাস তলানিতে গিয়েছে জিম্বাবুয়ের। সেটি ফুটে উঠেছে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। মাসাকাদজার বিশ্বাস আসল লড়াইয়ে অন্য চেহারায় দেখা যাবে জিম্বাবুয়েকে। তিনি বলছেন, ‘স্পিন এখানে অনেক বড় ভূমিকা পালন করবে। আমরা তার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। এটা অবশ্যই আমাদের ভাবনায় আছে। আপনি যখন উপমহাদেশে খেলতে আসবেন তখন অবশ্যই স্পিনের দিকে আপনার মনোযোগ থাকবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!