• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাসিক নির্বাচনে তরুণ ভোটাররাই ফ্যাক্টর


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০১৬, ১১:১৮ এএম
নাসিক নির্বাচনে তরুণ ভোটাররাই ফ্যাক্টর

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জয়-পরাজয়ে নতুন ও তরুণ ভোটাররাই ব্যবধান গড়ে দিতে পারেন বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। ফলে ওই এলাকার মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরাও নারী ও তরুণ এবং শ্রমজীবী মানুষের দাবি-দাওয়া পূরণে আলাদা গুরুত্ব দিচ্ছেন।

নাসিক নির্বাচনে মোট ভোটারের সংখ্যা চার লাখ ৭৪ হাজার ৫৩৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন দুই লাখ ৩৯ হাজার ২৬৫ জন। আর মহিলা ভোটার দুই লাখ ৩৫ হাজার ২৬৮ জন। এর মধ্যে দুই-তৃতীয়াংশ ভোটারই হচ্ছেন নারী ও তরুণ এবং শ্রমজীবী মানুষ, যার মধ্যে প্রায় ৬৫ হাজার ভোটার হচ্ছেন নতুন। মূলত নতুন ভোটাররাই এবার নাসিকে অভিভাবক নির্বাচনে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রাখবেন।

বিকেএমইএর তথ্যসূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এক লাখেরও অধিক পোশাক শ্রমিক রয়েছেন। এর মধ্যে অধিকাংশই নাসিক এলাকার ভোটার। তাছাড়া পুরুষদের তুলনায় নারীদের ভোটার সংখ্যাও বেশি। সার্বিক দিক বিবেচনা করলে নগর অভিভাবক নির্বাচনের ক্ষেত্রে এসব তরুণ, নারী এবং শ্রমজীবী ভোটারেরাই নির্বাচনে নির্ধারকের ভূমিকা পালন করবেন।

এ প্রসঙ্গে জেলা নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক বলেন, অতীতের চেয়ে নারীরা এখন অনেক বেশি সচেতন। পরিবারের কর্তাদের ওপর নির্ভরশীলতা কমে গেছে। তারা নিজেরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। আগে ভোট দিতে গেলে পরিবারের কর্তার সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোট দিতে হতো। কিন্তু এখন আর তেমনটা নেই। তিনি বলেন, সিটি নির্বাচনে নারীরা যেদিকে বেশি ভোট দেবেন ফল তাদের দিকেই যাবে। নারীরাই ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবেন।

তরুণ ভোটার আমিনুল বলেন, তরুণরা আবেগের ঊর্ধ্বে উঠে যোগ্য প্রার্থীকে বেছে নিতে ভুল করবে না। সিটি নির্বাচনে সার্বিক বিবেচনায় তরুণরাই ফল নির্ধারণে ভূমিকা রাখবে। আমিনুলের মতো এমন অভিমত দিয়েছেন আরো অনেক তরুণ ভোটার।

নারায়ণগঞ্জ বন্দরের এক শ্রমজীবী ভোটার আবদুল্লাহ বলেন, আমাদের শ্রমজীবী ভোটাররা যেদিক যাইব, আল্লাহর রহমতের জোয়ার সেদিকেই যাইব। আবদুল্লাহর কথার রেশ ধরেই মান্নান মিয়া বলেন, সুখে-দুঃখে যাকে কাছে পাই, তাকেই ভোট দিব আমরা। তবে পছন্দের প্রার্থীর ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ তারা।

এবার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়টি রাজনৈতিক দলের প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী, বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মোসলেম উদ্দিন, ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ ও ইসলামী ঐক্যজোটের মুফতী এজহারুল হক।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নারায়ণগঞ্জ সিটিতে সাধারণ ওয়ার্ড রয়েছে ২৭টি এবং সংরক্ষিত ওয়ার্ড রয়েছে নয়টি। এবারের সিটি নির্বাচন প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!