• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তলিয়ে গেছে প্রধানমন্ত্রীর বাড়ি


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০১৭, ০১:১৮ পিএম
তলিয়ে গেছে প্রধানমন্ত্রীর বাড়ি

ঢাকা: ক্যারিবীয় দ্বীপ ডমিনিকাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মারিয়া। আরো শক্তি জুগিয়ে ক্যাটাগরি-৫ এর এই ঘূর্ণিঝড়টি পুয়েত্রো রিকোর দিকে এগিয়ে যাচ্ছে।

স্থানীয় সময় সোমবার রাতে ঘণ্টায় ১৬০ মাইল বাতাসের বেগ নিয়ে ডমিনিকায় আঘাত হানে মারিয়া। ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় নিজের ফেসবুক পোস্টে ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট জানান, ঝড়ে তার বাড়ির ছাদ উড়ে গেছে।

তিনি লিখেছেন, ‘আমি পুরোপুরি ঘূর্ণিঝড়ের কৃপার ওপর আছি। বাড়ি পানিতে তলিয়ে গেছে।’

এর পরপরই তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রুজভেল্ট। পরে তিনি আরো লিখেন, ‘প্রাথমিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। অর্থের বিনিময়ে যা কেনা ও পরিবর্তন করা যায় তার প্রায় সবই আমরা হারিয়েছি। আমার সবচেয়ে ভয় হচ্ছে সকাল নিয়ে... অব্যাহত বৃষ্টির কারণে ভূমিধসে গুরুতর আহত ও সম্ভাব্য মৃত্যুর খবর।’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সেন্ট ক্রইক্স দ্বীপ অতিক্রম করার পর মারিয়া মঙ্গলবার রাতে ভার্জিন আইল্যান্ড ও পুয়েত্রে রিকোর দিকে এগিয়ে যাবে। বুধবার এটি চার অথবা পাঁচ মাত্রার ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!