• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাদের কাঁধে বাংলাদেশের ম্যাচ পরিচালনার দায়িত্ব


ক্রীড়া প্রতিবেদক মে ১৯, ২০১৭, ০৬:৪৩ পিএম
তাদের কাঁধে বাংলাদেশের ম্যাচ পরিচালনার দায়িত্ব

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ম্যাচে কোন আম্পায়ার দায়িত্ব পালন করবেন সেটা ভাগ করে দিয়েছে আইসিসি। বিশ্বকাপের পর সবচেয়ে আকর্ষণীয় এই টুর্নামেন্টে বাংলাদেশ মাঠে নামবে ১ জুন উদ্বোধনী ম্যাচেই। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন এস রবি ও রড টাকার (মাঠে), ব্রুম অক্সেনফোর্ড (তৃতীয় আম্পায়ার) ও ক্রিস গ্যাফানি (চতুর্থ আম্পায়ার)। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন ।

৫ জুন একই মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে আম্পায়ার থাকবেন নাইজেল লং ও ক্রিস গ্যাফানি (মাঠে), ইয়ান গৌল্ড (তৃতীয় আম্পায়ার) ও এস রবি (চতুর্থ আম্পায়ার)। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ক্রিস ব্রড।

৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে বাংলাদেশ। এই ম্যাচটি পরিচালনা করবেন নাইজেল লং ও ইয়ান গৌল্ড (মাঠে), আলিম দার (তৃতীয় আম্পায়ার) ও রিচার্ড ইলিংওয়ার্থ (চতুর্থ আম্পায়ার)। ম্যাচ রেফারি থাকবেন ক্রিস ব্রড।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!