• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তানভীর হতে চান শেন ওয়ার্ন!


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০১৬, ১০:৫৪ এএম
তানভীর হতে চান শেন ওয়ার্ন!

লেগ স্পিনারের প্রয়োজন অনুভব করেছেন কোচ। তার সেই চাওয়া পূরণ করতে নিউজিল্যান্ড সফরের ঘোষিত দলে লেগ স্পিনার কোটায় তানভীর হায়দারকে মনোনীত করেছেন নির্বাচক মণ্ডলী। বিপিএলকে সামনে রেখে ইনজুরিতে পড়ে অনিশ্চিত হয়ে পড়েছিল তানভীরের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর। তবে সুস্থ হয়ে উঠে বিপিএলে তাকে পরখ করে দেখে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের চূড়ান্ত দলে তানভীরকে রেখেছে নির্বাচকরা। এই প্রথম লেগ স্পিন অল রাউন্ডার তানভীর হায়দার বাংলাদেশ দলের সদস্য হয়ে সফর করছেন বলে একটু বেশি শিহরণ অনুভব করছেন। 

অস্ট্রেলিয়ান কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের ঘুর্নি বল কার না মন ছুঁয়েছে। যিনি তার বোলিং দেখেছেন বিস্মিত হয়েছেন। আর ভাবছেন যদি এমন হতে পারতাম! শুধু কী তাই? তাকে কাছে পাওয়াটাই যে ধন্য। এ অস্ট্রেলিয়ান লেগ স্পিনার বোলিংকে রীতিমতো শিল্পতে পরিনত করেছেন। তার ঘূর্ণির মায়াজালে পড়ে বাঘা বাঘা ব্যাটসম্যানরাও খুব সহজেই কুপোকাত হয়েছেন। তাই বিশ্বক্রিকেটে লেগ স্পিনারদের রোল মডেলই এ অস্ট্রেলিয়ান। সেই ওয়ার্নের কাছেই শিক্ষা নিতে চান বাংলাদেশ দলে ডাক পাওয়া ঢাকা ডায়নামাইটের লেগ স্পিনার তানভীর হায়দার।

গতকাল (০৭ ডিসেম্বর) বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে তানভীর বলেন, নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে সিডনিতে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প চলাকালে দেখা করতে চান তিনি বিশ্বসেরা লেগ স্পিনার শেণ ওয়ার্নের সঙ্গে। এই অজি লিজেন্ডারীর কাছ থেকে শিখতে চান অনেক কিছু- ‘শেন ওয়ার্নের দেখা হলে আমার একটা স্বপ্ন পূরণ হবে। আমি চেষ্টাও করবো ওনার সাথে দেখা করতে। টিম ম্যানেজমেন্টকে বলে সেই সুযোগটাই নিতে চাই। তাহলে আমার অনেক উপকার হবে। উনি যা কিছু শিখছেন, বা জানেন আমি ওগুলো নেওয়ার চেষ্টা করবো।’

ক্রিকেট মাঠে বরাবরই আক্রমণাত্মক থাকতেন শেন ওয়ার্ন। বোলিংয়ে নানা বৈচিত্র্য ছিল তার। সে সকল বৈচিত্র্যই আয়ত্ত্ব করতে চান তানভীর। এ মুহূর্তে তিন-চার ধরনের বল করতে পারেন বলে জানান ২৫ বছর বয়সী এ স্পিনার।  ‘শেন ওয়ার্ন পাঁচ-ছয় রকমের বোলিং করতে পারতেন। আমি তিন-চার রকম পারি। আমার ম্যাচ টেম্পারম্যান্ট বেশি দরকার। ওনি ম্যাচে কিভাবে থাকতেন, বোলিং করার পরিকল্পনা থাকতেন। ফিল্ডিং কিভাবে সাজাতেন সেগুলো নিয়ে আমি শুনবো ওনার কাছ থেকে।’

আগামী নিউজিল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন তানভীর। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে তার বোলিং কতটা কার্যকর হবে জানতে চাইলে তানভীর বলেন, ‘আপনি যদি জায়গায় বল করত পারেন যে কোনো উইকেটে যে কোনো কন্ডিশনে মারতে গেলে ব্যাটসম্যানের আউট হওয়ার সুযোগ থাকে। আমার ওইটাই থাকবে, আমি ভালো জায়গায় বল করতে চাইবো।’

কদিন আগেও তানভীরকে কেউ চিনত না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন মাত্র একটি ম্যাচ। সেখানেও বল করেছেন মাত্র দুই ওভার। এমনকি প্রিমিয়ার লিগেও নিয়মিত ছিলেন না তিনি। হঠাৎ জাতীয় দলে জায়গা পেয়ে যান তিনি। মূলত দলের প্রধান কোচ হাথুরুসিংহের ব্যক্তিগত পছন্দের কারণেই দলে সুযোগ পান এ স্পিনার।

‘হাতুরুসিংহে বলেছেন, তোমার বোলিং আমার ভালো লেগেছে। তোমার ইন্টেনসিটি আরও বাড়াতে হবে। সাব কন্টিনেন্টে খেললে ২০-২৫ ওভার পার ডে বোলিং করতে হবে। তোমার এই ইন্টেনসিটিতে ফিটনেস আনতে হবে। আর অ্যাকুরিসি বাড়াতে হবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!