• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তামিম হতে পারবেন লিটন?


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৭, ২০১৮, ১০:১৮ এএম
তামিম হতে পারবেন লিটন?

ঢাকা: এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। সেই ধারাবাহিকতা লিটন দাস টেনে এনেছেন ঘরোয়া ক্রিকেটেও। এবার ধারাটা বজায় রাখতে চান ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে। মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমের সামনে এমন কথাই শুনিয়েছেন লিটন।

তবে তাঁর সামনে এবার চ্যালেঞ্জও রয়েছে। এতদিন ওপেনিংয়ে যে চ্যারেঞ্জটা নিত তামিম ইকবাল। সেই দায়িত্বটা এবার নিতে হবে লিটনকে। তিনি অবশ্য এ নিয়ে চিন্তিত নন,‘ আমি যে দলে নিয়মিত ছিলাম, তা না। তামিম ভাই নিয়মিত। তাঁর সঙ্গে সবাই যাওয়া-আসার মধ্যে ছিল।
আমার নিয়মিত হওয়ার সুযোগ ছিল না। এবার আমার যে সঙ্গী (ওপেনিংয়ে) হবে, সেও নতুন হবে। আমিও নতুন। হ্যাঁ, আত্মবিশ্বাসের জায়গা থেকে একটু ভালো জায়গায় আছি হয়তো। আগেও বলেছি, প্রতিটা ম্যাচ নির্ভর করে সেই দিন কেমন শুরু করছি সেটির ওপরে। হতে পারে পরের ম্যাচে শূন্য রানে আউট হতে পারি। আকাশছোঁয়া আত্মবিশ্বাসী হয়ে লাভ নেই।’

এশিয়া কাপ থেকে ফিরে জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করেছেন লিটন। ধারাবাহিক সাফল্যের রহসী কী? লিটন বলছেন,‘ ক্রিকেট সম্পূর্ণ মনস্তাত্ত্বিক খেলা। মানুষ বলে, মন যত পরিষ্কার থাকবে তত ভালো খেলবেন। যেহেতু আগে ভালো খেলিনি। মনে নিজের সামর্থ্য নিয়ে একটু প্রশ্ন থাকেই। আর ভালো করার পর মানসিকভাবে একটু চাপ মুক্ত হওয়া যায়। এই জন্য হয়তো ভালো খেলছি।’

লিটনকে নিয়ে শুরু থেকেই প্রত্যাশা ছিল টিম ম্যানেজম্যান্টের। শুরুতে সেটা মেটাতে পারেননি। এশিয়া কাপে পেরেছেন। তাই লিটনের প্রতি প্রত্যাশাও বেড়েছে। এটি আবার বাড়তি চাপ হয়ে ধরা দেবে কিনা এমন প্রশ্নে তাঁর উত্তর,‘তা তো অবশ্যই। কিছু পেতে হলে কিছু দিতেও হবে। জানি যে আমাকে রান করতে হবে। দল চাইবে, যেহেতু আমি ভালো খেলেছি, সেটা যেন ধরে রাখি। চাপটা দুই দিক দিয়েই থাকবে।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!