• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘তামিমই দেশের কথিত আইএস প্রধান’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০১৬, ০৪:০৭ পিএম
‘তামিমই দেশের কথিত আইএস প্রধান’

সিলেটের বাসিন্দা তামিমই বাংলাদেশের কথিত আইএস প্রধান বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত তামিম আহমেদ চৌধুরী জেএমবির নতুন একটি গ্রুপের ‘মাস্টারমাইন্ড’। সিলেটের বাসিন্দা তামিমই বাংলাদেশের কথিত ইসলামিক স্টেট (আইএস) প্রধান।

এছাড়া বরখাস্ত হওয়া মেজর সৈয়দ মো. জিয়াউল হক আনসারুল্লাহ বাংলা টিমের মাস্টারমাইন্ড বলেও জানান পুলিশ প্রধান। আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘গুলশান হামলার সময় তামিম চৌধুরী বাংলাদেশেই ছিল। হামলার আগে জঙ্গিদেরকে তামিম ব্রিফ করেছিল বলে আমাদের কাছে তথ্য আছে।’

তামিম ও জিয়ার অবস্থান সম্পর্কে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, ‘তারা দেশে আছে নাকি বিদেশে এ বিষয়ে এখনো নিশ্চিত না। আমরা তামিম ও জিয়াকে গ্রেফতারের চেষ্টা করছি।’ তাদের ওপরে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠি রয়েছে কিনা-জানতে চাইলে আইজিপি বলেন, ‘তাদের গ্রেফতারের পর এ বিষয়টি জানা যাবে।’

‘গুলশান, শোলাকিয়া এবং কল্যাণপুরের ঘটনায় হিযবুত তাহরীরের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘এসব নাশকতার সঙ্গে হিযবুত তাহরীরের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

গুলশান হামলার পরের দিন হলি আর্টিজান থেকে উদ্ধার হওয়া হাসনাত করিম প্রসঙ্গে তিনি বলেন, ‘গুলশান হামলার আগে এবং হামলার সময় হাসনাতের ওই রেস্টুরেন্টে অবস্থান সন্দেহজনক ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন তিনি পুলিশের নজরদারিতেই রয়েছেন। প্রয়োজনে যেকোনো সময় তাকে আবার পুলিশি হেফাজতে নেয়া হবে।’

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!