• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তামিমকে মাশরাফির ধন্যবাদ


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৭, ১২:৩৭ এএম
তামিমকে মাশরাফির ধন্যবাদ

ফাইল ছবি

ঢাকা: বৃষ্টি থামার পর এক প্রস্থ  নাটক মঞ্চস্থ হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দু’দলের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর অবশেষে সমাধান এসেছে। রোববার যেখানে থেমে গেছে ম্যাচটি সোমবার আবার সেখান থেকে শুরু হবে। ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রান তোলার পরই শুরু হয় বৃষ্টি। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে খেলা বন্ধ হওয়ার পর নির্ধারিত সময় সাড়ে ৯টার মধ্যেও খেলা শুরু করা যায়নি।

নির্ধারিত সময়ে খেলা শুরু না হলে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী কুমিল্লারই ফাইনালে যাওয়ার কথা। কিন্তু সেটি মানতে চায়নি রংপুর। বিপিএল গভর্নিং কাউন্সিল ২ ঘন্টা বাড়িয়ে খেলার প্রস্তাব দেয় কুমিল্লাকে। এটা মানেনি তামিম ইকবালসহ টিম ম্যানেজম্যান্ট। কুমিল্লা ফ্রাঞ্চাইজির সত্বাধিকারী আ হ ম মুস্তফা কামালের সাথে বাগবিতণ্ডা হয় বিপিএল কর্তাদের।

অনেক নাটকের পর ১০টা ১০ মিনিটে ঘোষণা দেওয়া হয় খেলা পুনরায় শুরু হবে সোমবার সন্ধ্যায়। অনেক তর্ক হলেও দুই অধিনায়ক অবশ্য হাসিমুখে সিদ্ধান্ত মেনে নিয়েছেন। মাশরাফি বললেন, ‘এটা ক্রিকেটের জন্য ভালো। তামিমকে ধন্যবাদ  সে সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। বিপিএলের সৌজন্যে আমরা কাল (সোমবার) আবার খেলব।’

তামিমের কন্ঠেও মাশরাফির কথাই ঝরল, ‘বিপিএলের সৌজন্যে কাল (সোমবার) আমরা আবার খেলব। আজকের চেয়ে কাল আরো ভালো পরিকল্পনা করতে পারব। মাত্র ১২ ওভার বোলিং করতে হবে। কাল যে ভালো শুরু  করবে সে ভালো করবে।’

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!