• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তামিমদের চেয়ে ১৪৩ রানে পিছিয়ে মুশফিকরা


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১০, ২০১৭, ০৮:২২ পিএম
তামিমদের চেয়ে ১৪৩ রানে পিছিয়ে মুশফিকরা

ফাইল ছবি

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রস্তুত করতে ঢাকাার পর চট্রগ্রামে অনুশীলন করছে বাংলাদেশ দল। তারই অংশ হিসেবে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে মুশফিক ও তামিমরা। মুশফিকুর রহীমের লাল দল আগে ব্যাট করে তুলেছে ১৪০ রান। জবাবে অলআউট হওয়ার আগে ২৮৩ রান সংগ্রহ করেছে তামিম ইকবালের সবুজ দল। হাফ-সেঞ্চুরি করলেন মুমিনুল হক, নাসির হোসেন ও তানবীর হায়দার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য তিন দিনের ম্যাচে ১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ২৪ রান করেছে মুশফিকুরের দল।  ওপেনার ইমরুল কায়েস ৮ রান করে ফিরলেও সৌম্য ৯ ও শান্ত ৭ রানে অপরাজিত আছেন।

মুশফিকুরের দল ১৪০ রানে গুটিয়ে যাবার পর প্রথম দিন শেষে ১ উইকেটে ৪৯ রান করেছিলো তামিমের দল। দ্বিতীয় দিন ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারায় রানের পাহাড় গড়তে পারেনি তামিমের দল। অধিনায়ক ২৯, মোমিনুল ৭৩, নাসির ৬২ ও তানবীর ৫১ রান করেন। মুশফিকুর দলের রুবেল হোসেন ও সাকলাইন সজীব ৩টি করে উইকেট নেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!