• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তামিমের চাপেই ভেঙে পড়ছে চিটাগাং!


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৭, ২০১৬, ০৬:৩৯ পিএম
তামিমের চাপেই ভেঙে পড়ছে চিটাগাং!

ঢাকা: একটার পর একটা ম্যাচ হেরেই চলেছে চিটাগাং ভাইকিংস। টানা চতুর্থ ম্যাচে তামিম ইকবালের দল হেরে বসলো ১৯ রানে। বিপিএলের তৃতীয় আসরেও চিটাগাং ভালো করতে পারেনি। এবারও প্রথম ম্যাচ জেতার পর জিততে ভুলে গেছে তামিমরা। চট্টগ্রাম পর্বে ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে চিটাগাং, তা আর হলো কই। খুলনা টাইটানসের বিপক্ষে ম্যাচ হারার পর নিজের দলের ব্যাটসম্যানদের ধুয়ে দিয়েছিলেন চিটাগাং অধিনায়ক।

নিজ দলের ব্যাটসম্যানদের এমন সমালোচনা করাটা তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে কি না সে প্রশ্নও থাকছে। বোলাররা তাদের কাজ ঠিকঠাক করলেও ব্যাটসম্যানরা ১৪৮ রান অতিক্রম করতে পারলো না। চিটাগাং নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তুলতে পারলো ১২৯।

প্রতিটি ম্যাচেই চিটাগাং অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে তামিমের ওপর। তামিম বড় স্কোর করলে রানটাও বড় হয়। তবে বাকিদের কাছ থেকে সেরাটা বের করে নিতে তিনি ব্যর্থ হচ্ছেন! উপরন্তু সংবাদ সম্মেলনে গিয়ে নিজ দলের ব্যাটসম্যানদের দায়ী করছেন! এটাই কি ব্যাটসম্যানদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে!

ঢাকার বিপক্ষেও সর্বোচ্চ ২৬ রান করেছেন তামিম ৩৫ বলে। দ্বিতীয় সর্বোচ্চ রান মাহমুদুল হাসানের ২০। টি২০ ক্রিকেটে কোন ব্যাটসম্যান যদি ত্রিশ প্লাস রান না করতে পারেন সেই দলের পক্ষে বড় স্কোর বা মাঝারি রান তাড়া করে জেতা মুশকিল। চিটাগাংয়ের বেলায়ও তাই হচ্ছে। লো স্কোরিং ম্যাচও তারা জিততে পারছে না। ঢাকার হয়ে দারুন বোলিং করেছেন চোটের কারণে ইংল্যান্ড সিরিজ মিস করা মোহাম্মদ শহীদ। ২৩ রানে তুলে নিয়েছেন ৩টি উইকেট।

এরআগে দুই বিদেশী তমাল মিলস ও মোহাম্মদ নবীর কল্যাণে ঢাকাকে ১৪৮ রানে আটকে দিয়েছিল চিটাগাং। টস হেরে ব্যাট করতে নামা ঢাকাকে দারুন শুরু এনে দিয়েছিলেন এবারের বিপিএলের চমক মেহেদি মারুফ ও কুমার সাঙ্গাকারা। ৪.৫ ওভারে তারা স্কোরবোর্ডে তুলে ফেলেন ৪১ রান। বরাবরের মতো এই ম্যাচেও আগ্রাসী ব্যাটিং করেছেন মারুফ। ২০ বলে ছয় চার আর এক ছক্কায় করেছেন ৩৩ রান।

আগের দুই ম্যাচে কার্যকর ইনিংস খেলা নাসির হোসেন এই ম্যাচে করতে পারলেন ১৪ বলে ২০। নাসিরের বিদায়ের ১ রান পরই ফিরে গেছেন লংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ২২ বলে ১৭ রান করে। এরপর এক প্রান্তে দাঁড়িয়ে রানের চাকাকে সচল রাখার চেষ্টা করেছেন কেবল মোসাদ্দেক হোসেন। বাকিরা ছিলেন যাওয়ার আসার মিছিলে। মোসাদ্দেক ২৬ বলে দুই চার-ছক্কায় ৩৫ রান খেলেছেন বলে ঢাকা স্কোরবোর্ডে ১৪৮ রান তুলতে পেরেছে। এছাড়া সাকিব আল হাসান ৭ বলে ১৩ রান করেছেন। নবী ১৮ ও তমাল মিলস ২৫ রান দিয়ে পেয়েছেন ৩টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ঢাকা ডায়নামাইটস: ১৪৮/৯ (২০ ওভার) ( মোসাদ্দেক ৩৫, মারুফ ৩৩, নাসির ২০, সাঙ্গাকারা ১৭, সাকিব ১৩, প্রসন্ন ৮, সানজামুল ৭। নবী ৩/১৮, মিলস ৩/২৫, ইমরান ১/২৩।)
চিটাগাং ভাইকিংস: ১২৯/৯ (২০ ওভার) (তামিম ২৬, মাহমুদুল ২০, এনামুল ১৭, নবী ১৫, নাজমুল মিলন ১৩। শহীদ ৩/২৩, কোলেস ১/২৩, ব্রাভো ১/২৫, নাসির ১/২৬।)

ফল: ঢাকা ডায়নামাইটস ১৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ শহীদ (ঢাকা ডায়নামাইটস)।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম 

Wordbridge School
Link copied!