• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তামিমের দক্ষিণ আফ্রিকা সফর শেষ!


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৭, ১২:৪০ এএম
তামিমের দক্ষিণ আফ্রিকা সফর শেষ!

ঢাকা: আগেই জানা গিয়েছিল, তামিম ইকবালকে স্ক্যান করানো হবে। শুক্রবার(২০ অক্টোবর) ইস্ট লন্ডনে এসে করানো আল্ট্রাসনো রিপোর্টেও ভালো কিছু আসেনি। সেখানে দেখা গেছে, বাঁ ঊরুর চোটটা আরও বেড়েছে। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের মতো তাই শেষ হয়ে গেল তামিমের দক্ষিণ আফ্রিকা সফর। 

বিমান টিকিট পেলে শনিবারই দেশে ফিরবেন তামিম। নয়তো মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজের সঙ্গে দেশে ফেরার বিমান ধরবেন। 

তামিম ঊরুর চোটটা বয়ে বেড়াচ্ছেন দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই। দুই টেস্টের সিরিজ শুরুর আগেই তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনে ঊরুতে চোট পান। পার্লে দ্বিতীয় ওয়ানডে খেলার পর সেটি আরো বেড়েছে। ব্যথা বাড়ায় শুক্রবার অনুশীলন করেননি। স্থানীয় সময় দুপুরে বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীনের সঙ্গে স্থানীয় এক হাসপাতালে গিয়ে করান আল্ট্রাসনোগ্রাম। সেটিই নিশ্চিত করে দেয় তামিমের সিরিজ থেকে ছিটকে যাওয়া।

আগামী ২৪-২৫ দিন খেলার বাইরে থাকতে হবে তামিমকে। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজ তো নয়ই, বাঁ-হাতী ওপেনার খেলতে পারবেন না বিপিএলের শুরুর তিনটি ম্যাচও। সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ নভেম্বর বিপিএলে দেখা যাবে তামিমকে। 

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!