• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তামিমের পঞ্চম অর্ধশত


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৬, ০২:৪৪ পিএম
তামিমের পঞ্চম অর্ধশত

তামিম ইকবাল ও ইমরুল কায়েস। গ্যারেথ বাটি, ক্রিস উকস আর স্টুয়ার্ট ব্রডদের দারুণভাবে মোকাবেল করেন এই দুই টাইগার ওপেনার।

ক্রিকেট পরিবারের ছেলে টাইগারদের ওপেনার তামিম ইকবাল টেস্ট ক্যারিয়ারে দেখা পেলেন ১৯তম অর্ধশতকের। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছয়টি চারের সাহায্যে তিনি অর্ধশতকের কোটা পার করলেন।

টেস্টে ক্যারিয়ারের ৪৩ ম্যাচে ৮১ তম ইনিংসে এসে ১৯তম অর্ধশতকের দেখা পেলেন তামিম। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে তামিমের ৬ টেস্টের ১০ ইনিংসে এটি তামিমের পঞ্চম অর্ধশত।

তবে লাঞ্চের আগের ওভারে মঈন আলীর করা প্রথম ওভারেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ওভারের দ্বিতীয় বলে ইমরুলকে বোল্ড করেন মঈন। এরপর পঞ্চম বলে দ্রুতগতির বলটা স্বাভাবিকের চেয়ে বেশি লাফিয়ে ওঠায় সামলাতে পারেননি মমিনুল। স্টোকসকে ক্যাচ দিয়ে ফিরে যান বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান।  

২ উইকেট হারিয়ে ২৯ রান নিয়ে মধ্যাহ্নভোজে যায় বাংলাদেশ। ইমরুল ২১ আর মমিনুল কোনো রান করেই প্যাভিলিয়নে ফেরেছেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!