• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তামিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক মে ২৭, ২০১৭, ০৬:৪২ পিএম
তামিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ঢাকা: বেশ কিছুদিন হলো বদলে যাওয়া তামিম ইকবালকে দেখা যাচ্ছে। যে তামিম অহেতুক কোনো বলকে পেটাতে যান না। এক সময় বলে বলে মারাটাকেই যিনি বেশি প্রাধান্য দিতেন সেই তামিম অভাবনীয়ভাবে নিজের পরিবর্তন এনেছেন।

তার ফলও পাচ্ছেন। তামিম ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি করেছেন আটটি। ২০১৫ বা এর পর থেকেই করেছেন চারটি সেঞ্চুরি। এখান থেকেই বোঝা যায়, এই সময়ে নিজেকে কতটা পরিণত করেছেন তামিম।

সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ড সিরিজেও নিজেকে মেলে ধরেছেন। বিদেশের মাটিতে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো ম্যাচে দারুন এক ইনিংস খেলে বাংলাদেশের জয়ে ভূমিকা রেখেছেন। তামিম সেই পারফরম্যান্স টেনে এনেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচেও। শনিবার বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্র্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন।

এ প্রতিবেদন লেখা অবধি ঠিক ১০০ রান করে অপরাজিত আছেন তামিম। ৮৮ বলে নয় চার আর চারটি ছয়ের সাহায্যে এই ইনিংস খেলেন তিনি।

তামিমের সেঞ্চুরির সৌজন্যে বাংলাদেশও বড় স্কোর পেতে যাচ্ছে। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ৩২ ওভার শেষে ২ উইকেটে ২১৪ রান তুলেছে। এর আগে ফিফটির দেখা পেয়েছেন ইমরুল কায়েস। তিনি ৬২ বলে আট চারে ৬১ রানের ইনিংস খেলেছেন। সৌম্য সরকার আউট হয়েছেন ১৯ রান করে। ২৪ রান করে তামিমের সঙ্গী হিসেবে আছেন মুশফিকুর রহীম।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেএ

Wordbridge School
Link copied!