• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তামিমের ৮ম ওয়ানডে সেঞ্চুরি


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৫, ২০১৭, ০৬:২০ পিএম
তামিমের ৮ম ওয়ানডে সেঞ্চুরি

ঢাকা: শুরুতে বাংলাদেশের প্রথম ব্য্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম ইকবাল। এবার তুলে নিলেন সেঞ্চুরি। শনিবার (২৫ মার্চ) ডাম্বুলা রণগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে ৪৩তম ওভারে সান্দাকানের বলে এক রান নিয়ে ক্যারিয়ারের ৮ম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন দেশ সেরা এই ওপেনার।

এদিন ১২৭ বল খেলে ১২টি বাউন্ডারির মাধ্যমে সেঞ্চুরি পূরণ করেন তামিম। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলছে বাংলাদেশ। এদিন প্রথম ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে দশ হাজার রানের মাইলফলকে পৌঁছান তামিম। ৯৯৯৯ রান নিয়ে  এদিন ব্যাট করতে নামেন এ ওপেনার। এরপর তুলে নেন হাফ সেঞ্চুরি তারপর সেঞ্চুরি।

এর আগে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন এই টাইগার ওপেনার। তামিম ষষ্ঠ ওয়ানডে শতকেরও দেখা পান মিরপুরেই; ওই ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ১১৬ বলে অপরাজিত ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তামিম।

এই ম্যাচে মাঠে নামার পুর্ব পর্যন্ত ১৬২ ওয়ানডে ম্যাচে ৫১২০ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। এর মধ্যে ৭টি সেঞ্চুরি এবং ৩৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস রয়েছে তার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!