• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তারুণ্য ধরে রাখতে কিছু টিপস জেনে রাখুন!


লাইফস্টাইল ডেস্ক জুলাই ১২, ২০১৮, ০৫:২৬ পিএম
তারুণ্য ধরে রাখতে কিছু টিপস জেনে রাখুন!

ঢাকা : অল্পতেই বুড়িয়ে যাওয়া কেউই পছন্দ করেন না। একটু বয়স বাড়তে না বাড়তেই যখন ত্বকে পড়ে বয়সের ছাপ এবং দেহের বিভিন্ন অংশে দেখা দেয় বয়সজনিত সমস্যা তখন অনেকেই আফসোস করেন, “তারুণ্যটা আরও কিছুদিন যদি ধরে রাখা যেতো”। কিন্তু আফসোস করে কোনো কিছুই ফিরিয়ে আনা সম্ভব না। তাই সতর্ক হওয়া উচিত তরুণ বয়স থেকেই। সতর্কতার সাথে নিয়মিত কিছু উপায় মেনে চললে অনেকটা সময় ধরে রাখতে পারবেন তারুণ্য। বয়স হলেও দেহে ও ত্বকে বয়সের ছাপ পড়বে বেশ দেরিতে।


তারুণ্য ধরে রাখতে ঘুমের কোন বিকল্প নেই । নিয়ম মেনে ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমালে শারীরিক এবং মানসিকভাবে খুব সহজেই সুস্থ্য থাকা যায় । যাদের ঘুমের সমস্যা হয় অথবা রাতের বেলা আগে আগে ঘুমাতে পারেন না তাদের জন্য কিছু টিপস :

    ১। ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে রাতের খাবার পর্ব চুকে ফেলুন ।
    ২। অতিরিক্ত মশলা জাতীয় খাবার পরিত্যাগ করুন।
    ৩। রাতের বেলা শোয়ার অন্তত ৩০ মিনিট আগেই সব ধরনের ইলেকট্রিক গ্যাজেট ব্যবহার থেকে বিরত থাকুন ।
    ৪। হাতমুখ এবং পা ধুয়ে বিছানায় যাওয়ার চেষ্টা করুন।
    ৫। সম্ভব হলে ঘুমানোর আগে গোসল করে নিন ।
    ৬। আর সুন্নাত হচ্ছে ঘুমের পুর্বে অযু করে ঘুমানো!
    ৭। এক ঢিলে দুই পাখি, সওয়াবও পাচ্ছেন আবার ঘুমটাও চমৎকার হচ্ছে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার তাইনা?
    ৮। বিছানায় শোয়ার আগে এক গ্লাস পানি খেয়ে নিন ।
    ৯। শোয়ার ঘর সম্পূর্ণ অন্ধকার করে ঘুমানোর অভ্যাস করুন । আর রাসুল সা.-ও বলেছেন ঘুমানোর আগে বাতি নিঁভিয়ে ঘুমাতে।
    ১০। অনেকেরই জেনেটিক্যালি ঘুমের অসুবিধা থাকে ।
    ১১। যাদের এই ধরনের অসুবিধা আছে তারা অনতিবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন ।
আরো বড় কথা- “রাসুল সা. এর সুন্নত হচ্ছে এশার নামাজের পর যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাওয়া।”
সোনালীনিউজ/আরজে

Wordbridge School
Link copied!