• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তালতলীতে বিদ্যুৎ পেল ১২৮ পরিবার


তালতলী (বরগুনা) প্রতিনিধি আগস্ট ২০, ২০১৭, ০৩:১৭ পিএম
তালতলীতে বিদ্যুৎ পেল ১২৮ পরিবার

তালতলী (বরগুনা): জেলার তালতলী উপজেলার পচাঁকোড়ালীয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে ১২৮টি পরিবারের মাঝে পৌনে তিন (২.৭৫) কিলমিটার বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ আগষ্ট) দুপরে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু এ বিদ্যুৎ লাইন উদ্বোধন করেন।

উদ্বোধনের আগে পঁচাকোড়ালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পচাঁকোড়ালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল পাটোয়ারীর পরিচালনায় ও মো. আবু জাফর খোকন হাওলাদাদের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মো. ফজলুল হক জোমাদ্দার, তালতলী উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পচাকোড়ালীয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারীর, তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. মোতালিব ও খেপুপাড়া পল্লী বিদ্যুতের এজিএম মো. আহসান কবির প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!