• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
জমি দখলের প্রতিবাদে

তালতলীতে রাখাইনদের মানববন্ধন


বরগুনা প্রতিনিধি আগস্ট ২৩, ২০১৭, ১১:৫৮ এএম
তালতলীতে রাখাইনদের মানববন্ধন

বরগুনা: জেলার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশে পাড়ার আদিবাসী রাখাইন সম্প্রদায়ের জমি দখলের প্রতিবাদে মনববন্ধন করেছে রাখাইন সম্প্রদয়।

মঙ্গলবার (২২ আগষ্ট) সকাল ১১টায় তালতলী উপজেলার বৌদ্ধ মন্দির সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

তালতলী রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন- তালতলী রাখাইন কল্যাণ ও ভূমি সংরক্ষন কমিটির সভাপতি অংচোলা, মাতুব্বর উথান, মোমেশে পাড়ার অংথান তালুকদার, চান মং তালুকদার, মাতেন তালুকদার, চিং মং প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মোমেশে পাড়ার মাচানমে পরিবারের পৈত্রিক সম্পত্তি ও বৌদ্ধ মন্দির ভুমি দস্যু আ. রহমান ও রশিদ গাজী গং জোড় করে আংশিক সম্পত্তি দখল করে নেয়। এমনকি ২৯ জুলাই রাতে মাচানমে পরিবারের সদস্যদের হাত পা বেধে মারধর করে বাড়িঘর লুট করে জমি দখলে নেয়। পরবর্তীতে এ ব্যাপারে মাচানমে বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা দায়ের করে।

মানববন্ধন শেষে প্রায় ২ শতাধিক রাখাইন সম্প্রদায় আ. রহমান ও রশিদ গাজী গং দের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!