• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তায়কোয়ানডো প্রতিভা অন্বেষণ কার্যক্রম সমাপ্ত


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০১৭, ০৬:৩৬ পিএম
তায়কোয়ানডো প্রতিভা অন্বেষণ কার্যক্রম সমাপ্ত

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় তায়কোয়ানডো প্রতিভা অন্বেষণ কার্যক্রমের চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শেষ হয়েছে শনিবার (১৪ জানুয়ারি)। এদিন সকালে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ।

তায়কোয়ানডো প্রতিভা অন্বেষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল।

মাসব্যাপী এই চূড়ান্ত প্রশিক্ষণে দেশের ১৬টি জেলা থেকে বাছাইকৃত ৪২ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই  

 

Wordbridge School
Link copied!