• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী পদচ্যুত


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৩১, ২০১৬, ১২:৪৪ পিএম
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী পদচ্যুত

অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হওয়ায় পদত্যাগে বাধ্য হচ্ছেন। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ। শনিবার তাকে পদচ্যুত করেছেন দেশটির আইন প্রণেতারা।

২০১১ সালে প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলীকে যখন উচ্ছেদ করা হয়, তখন তিউনিসিয়ায় বেকারত্বের হার ছিল সবচেয়ে বেশি। দেশটির প্রায় এক তৃতীয়াংশ তরুণই বেকার। প্রায় দুই বছর ক্ষমতায় থাকা হাবিব এসিদের ওপর দেশের অর্থনীতি পুর্নগঠনের চাপ ছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ বিরোধীদের।

গত মাসে প্রেসিডেন্ট বেজি সাইদ এসিবসি অর্থনীতির গতি ফেরাতে জাতীয় ঐক্যের সরকার গঠনের ডাক দিয়েছিলেন। ওই সময়ই হাবিব এসিদের ওপর পদত্যাগের চাপ আসতে শুরু করে।

শনিবার পার্লামেন্টের ১৮৮ জন সদস্য হাবিবের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। আর হাবিবের পক্ষে ভোট দিয়েছেন মাত্র তিনজন সদস্য। পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন তা নিয়ে সোমবার দলগুলোর মধ্যে আলোচনা শুরু হবে।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!