• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিতুমীর কলেজে চালু হলো এডুকেশন পেমেন্ট সার্ভিস


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৬, ২০১৬, ০৫:০৭ পিএম
তিতুমীর কলেজে চালু হলো এডুকেশন পেমেন্ট সার্ভিস

সরকারি তিতুমীর কলেজে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর ‘এফএসআইবিএল ফার্স্টপে শিওরক্যাশ’ এডুকেশন পেমেন্ট সার্ভিস চালু করা হয়েছে। এখন থেকে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীগণ মোবাইলের মাধ্যমে ঘরে বসেই তাদের মাসিক বেতন ও অন্যান্য ফিস পরিশোধ করতে পারবেন।

উক্ত সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আয়োজিত ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহমেদ নাছের, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তফা খায়ের, শিওরক্যাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ শাহাদাত খান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহম্মদ এনামুল হক খান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. আশরাফ হোসেন ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এবং প্রগতি সিস্টেমস লিঃ এর অন্যান্য কর্মকর্তাগণ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: আবুল হোসেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!