• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন জঙ্গিকে বান্দরবানের বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় গ্রেপ্তার


বান্দরবান প্রতিনিধি মে ২৯, ২০১৭, ০১:৪০ পিএম
তিন জঙ্গিকে বান্দরবানের বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় গ্রেপ্তার

বান্দরবান : কুমিল্লায় ও চট্টগ্রামের সীতাকুন্ডে আটক তিন জঙ্গিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২৯ মে) বান্দরবান অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের আদালতে হাজির করে গ্রেফতার দেখনো হয়। পরে আদালতের নির্দেশে তিন জঙ্গিকে কারাগারের প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-চট্টগ্রাম সীতাকুন্ডের জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার জহিরুল হক প্রকাশ জসিম, তার স্ত্রী মোছাম্মদ আর্জিনা এবং কুমিল্লার মোঃ হাসান।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শাস্পা রাণী শাহা জানান, তাদের গ্রামের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে। এদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলা রয়েছে। এই জঙ্গিরাই বৌদ্ধ ভিক্ষু হত্যার সাথে জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গেল ১৩ মে ২০১৬ ভোররাতের কোনো একসময়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু মংসই উকে (৭৮) গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!