• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিন জেলায় ফুটবল টার্ফ স্থাপনে এএফসি‍‍`র অনুমতি


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৪, ২০১৭, ০৮:০৪ পিএম
তিন জেলায় ফুটবল টার্ফ স্থাপনে এএফসি‍‍`র অনুমতি

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যে আবেদন করেছিল, তাতে সাড়া দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মিনি পিচ স্কিমের আওতায় বাংলাদেশের তিনটি জেলায় মিনি আর্টিফিসিয়াল টার্ফ স্থাপন করার অনুমতি দিয়েছে এশিয়া ফুটবলের অবিভাবক সংস্থাটি।

টার্ফ স্থাপনের জন্য ইতিমধ্যেই দেশের তিনটি জেলা নির্বাচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জেলাগুলো হলো: নীলফামারী, মাদারীপুর এবং ফেনী।

লিমোনটা স্পোর্টস এসপিএ কর্তৃক এই তিনটি জেলায় মিনি আর্টিফিসিয়াল টার্ফ স্থাপনের কাজ অচিরেই শুরু করা হবে বলে জানিয়েছে বাফুফে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!