• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন দিনেই উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ


ক্রীড়া ডেস্ক আগস্ট ২০, ২০১৭, ০৩:৪০ পিএম
তিন দিনেই উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা: ইংল্যান্ড কতটা প্রভাব বিস্তার করে টেস্ট ক্রিকেট খেলছে সেটি বুঝে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। চার টেস্টের সিরিজ ইংলিশরা জিতেছে ৩-১ ব্যবধানে। সেই তুলনায় ওয়েস্ট ইন্ডিজ বেশ দূর্বল এক দল। এজবাস্টনে প্রথম টেস্টে পাত্তাই পেল না এক সময়ের প্রবল পরাক্রমশালি দলটি। তারা মাত্র তিন দিনেই ইনিংস ও ২০৯ রানে হেরে গেছে। ফলে তিন টেস্টের সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

শনিবার ম্যাচের তৃতীয় দিন ৪৭ ওভারে ১৬৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্টে ইন্ডিজের ব্যাটিং আরও খারাপ হয়েছে। তারা ৪৫.৪ ওভারে ১৩৭ রানে গুটিয়ে গেছে।  এদিন দুই ইনিংস মিলিয়ে ৭৬.৪ ওভারে ২৬১ রান তুলতে ১৯ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বুক চিতিয়ে একাই করেন জার্মেইন ব্ল্যাকউড, তাতে কাজ হয়নি। জেমস অ্যান্ডারসনের সঙ্গে উইকেট শিকারে যোগ দিলেন স্টুয়ার্ট ব্রড, টরি রোল্যান্ড-জোন্স আর মইন আলি আর তাতেই উড়ে গেছে ক্যারিবিয়ানরা।

 উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট খানিকটা প্রতিরোধ গড়েন। ৭৬ বল খেলে করেন ৪০ রান। ৫০ এর বেশি বল খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের আর কোনও ব্যাটসম্যান। প্রথম ইনিংসে দলকে ৮ উইকেটে ৫১৪ রানের বিশাল সংগ্রহ এনে দিতে ২৪৩ রানের দারুণ ইনিংস খেলা সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। শুক্রবার হেডিংলিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!