• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন বছর পর ইশানা ও তৌসিফ


বিনোদন প্রতিবেদক জুলাই ২১, ২০১৬, ০২:০২ পিএম
তিন বছর পর ইশানা ও তৌসিফ

২০১৩ সালের কথা। অভিনেত্রী হিসেবে তখন ইশানা প্রতিষ্ঠিত। কিন্তু তৌসিফ তখন বলা যায় অভিনয়ে একেবারেই নতুন। তৌসিফের ক্যারিয়ারের তৃতীয় নাটক দিয়ে ইশানার সঙ্গে প্রথম কোন নাটকে তার কাজ হয়। নাটকটি সে বছর একটি অনলাইন টিভিতে প্রচার হয়েছিল। এরপর মাঝে কেটে গেছে তিন বছর। কিন্তু নতুন কোন নাটকে আর একসঙ্গে দেখা যায়নি ইশানা ও তৌসিফকে।

তিন বছর পর তারা দুজন আবার একসঙ্গে কাজ করলেন দ্বিতীয়বারের মতো কোনো নাটকে। নাটকের নাম ‘ফোকাল পয়েন্ট’। এটি রচনা করেছেন হারুন রুশো এবং নির্মাণ করেছেন তারিক আল হারুন। গত রোববার রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে। পরিচালক তারিক আল হারুণ জানান, আসছে কোরবানির ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

উল্লেখ্য, ইশানা ও তৌসিফ তিন বছর আগে রুদ্রর নির্দেশনায় ‘ব্ল্যাক ম্যাজিক’ নাটকে প্রথম অভিনয় করেন।

এদিকে গেল ঈদে ২১টি নাটকে অভিনয় করেছেন তৌসিফ। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাটক ছিল মাহফুজ আহমেদের ‘জল কলঙ্ক’, তানিম রহমান অংশুর ‘শেষ অংশের দুই এখানে’, হিমেল আশরাফের ‘কানামাছি’ ও ‘বিকেল বেলার গল্প’।

অন্যদিকে ঈদের দিন এনটিভিতে দুপুরের টেলিছবি হিসেবে প্রচারিত ফেরদৌস হাসান রানার ‘সেলফি’ ছিল ইশানার সবচেয়ে আলোচিত কাজ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!