• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন বছরের শিশু জুঁই হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি অক্টোবর ২০, ২০১৮, ০৪:৫৬ পিএম
তিন বছরের শিশু জুঁই হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ : নারায়ণঞ্জের রূপগঞ্জে তিন বছরের শিশু জুঁই হত্যার ঘটনায় দুইজনকে এজাহার নামীয় ও ৮ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার সকালে নিহত শিশুর পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহার নামীয় আসামি খইবর হোসেন (৩২)কে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই নূরে আলম সিদ্দিকী জানান, শিশু জুঁই হত্যার ঘটনায় শনিবার সকালে নিহত শিশু জুঁইয়ের পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে তার বাড়ির ভাড়াটিয়া কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার দক্ষিণ দলভাঙ্গা এলাকার ছমেদ আলী ছেলে শাহজালাল ও খইবর হোসেনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরো ৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার রাতে মামলার ২নং আসামি খইবরকে বাদীর বাড়ি থেকেই গ্রেপ্তার করে।

মামলার অপর আসামি গ্রেপ্তারকৃত খইবরের ভাই শাহজালাল শুক্রবার সকালে জুঁইয়ের লাশ উদ্ধারের পর সটকে পরে।  

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক জানান, শিশু জুঁই হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বাকী আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!