• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন বোনকে উত্ত্যক্ত, দুই বখাটের দন্ড


নীলফামারী প্রতিনিধি ফেব্রুয়ারি ১০, ২০১৭, ০৫:৪৮ পিএম
তিন বোনকে উত্ত্যক্ত, দুই বখাটের দন্ড

নীলফামারী: নীলফামারী সৈয়দপুরে কলেজ পড়ুয়া তিন বোনকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বখাটকে অর্থদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মুহাম্মদ মুসা জঙ্গি ওই রায়  প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সৈয়দপুর পৌরশহরের দক্ষিণ নিয়ামতপুর আদানী মোড় মহল্লার আব্দুল মোতালেবের ছেলে শাহ আলম (১৯) ও একই মহল্লার বাবুল মন্ডলের ছেলে আব্দুর রহমান (১৯)। দন্ডপ্রাপ্তরা সৈয়দপুরের কামারপুকুর কলেজের ছাত্র।

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, উপজেলার নিয়ামতপুরে  কলেজ পড়ুয়া তিন বোনকে কলেজ যাওয়া-আসার পথে র্দীঘদিন ধরে শাহ আলম ও আব্দুর রহমান উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনায় ওই তিন বোন বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে থানায় এসে লিখিত অভিযোগ করে।

অভিযোগ পেয়ে পুলিশ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে শাহ আলম ও আব্দুর রহমানকে নিজ বাড়ি থেকে আটক করে। দুপুরে আটক দুই বখাটেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদন্ডাদেশ প্রদান করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!