• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিন মাতালের কাণ্ডে বন্যায় ডুবলো দুই গ্রাম


নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০১৭, ০৯:৫৫ পিএম
তিন মাতালের কাণ্ডে বন্যায় ডুবলো দুই গ্রাম

ঢাকা: মাতাল বটে! তিন মাতালের মাতলামিতে কৃত্রিম বন্যায় ডুবেছে দুটি গ্রাম। এমন ঘটনা ঘটেছে ভিয়েতনামে। তিন ব্যক্তি মদ খেয়ে মাতাল হয়ে খুলে দেয় পানি নিয়ন্ত্রণ বাঁধের গেট। এতে বন্যায় ভেসে যায় মধ্য ভিয়েতনামের বিস্তীর্ণ এলাকা।

দেশটির গণমাধ্যম জানায়, গত ১৫ মার্চ মদ খেয়ে মাতাল অবস্থায় রাতের অন্ধকারে বন্যা নিয়ন্ত্রণ করার বাঁধের গেট খুলে দেয় তিনজন। তুমুল স্রোতে বেরিয়ে আসে ২০ লাখ কিউবিক মিটার পানি। এতে মধ্য ভিয়েতনামের বিস্তীর্ণ অংশজুড়ে কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। 

পানিতে গ্রাম দুটি ডুবে যাওয়ায় সেখানে বসবাসরত মানুষ ঘরছাড়া হয়েছে। ১৮টি পানির পাম্প ও ২০ একর ফসলের শস্য নষ্ট হয়েছ। এছাড়ও ১৫ টন আখ নষ্ট হয়েছে। প্রাথমিক হিসাবে, ১৩ হাজার ৩০০ মার্কিন ডলার সমপরিমাণ অর্থের ক্ষতি হয়েছে।

পুলিশ অবশ্য তিন মাতালকে গ্রেপ্তার করেছে। ক্ষয়-ক্ষতির হিসাব করে তাদের জেলে পাঠানো হবে না-কি প্রশাসনিক শাস্তি দেয়া হবে তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!