• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন রাজাকারের অভিযোগ আমলে নেয়ার আদেশ ৩০ মে


আদালত প্রতিবেদক এপ্রিল ১৬, ২০১৭, ০১:৩৩ পিএম
তিন রাজাকারের অভিযোগ আমলে নেয়ার আদেশ ৩০ মে

ঢাকা: মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার তিন রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হবে কিনা সে বিষয়ে আদেশের জন্য আগামী ৩০ মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এ মামলার আসামীদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ রয়েছে। আসামীরা হলেন, আব্দুল মান্নান ওরফে মনাই মিয়া ও আব্দুল আজিজ ওরফে হাবুল। অন্যদিকে আব্দুল মতিন এখনো পলাতক আছেন।

রোববার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল মামলার এ আদেশ দেন।

এর আগে পলাতক আসামীকে গ্রেপ্তারে পুলিশের অপারগতা বিষয়ক একটি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ট্রাইব্যুনালে এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন। অন্যদিকে আসামীদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

আসামীদের বিরুদ্ধে ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতনসহ মোট পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। মামলাটি তদন্ত করেন তদন্ত সংস্থার সদস্য শাহজাহান কবির।

গত বছরের ২৯ ফেব্রুয়ারি মানবতাবরোধী অপরাধের মামলায় বড়লেখার তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!