• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তিন সপ্তাহে ‘জিরো ফিগার’ জিরা পানিতে!


স্বাস্থ্য ডেস্ক জানুয়ারি ১০, ২০১৭, ০১:২৪ পিএম
তিন সপ্তাহে ‘জিরো ফিগার’ জিরা পানিতে!

মেদভুড়ি এখন প্রায় সবারই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শরীরের বাড়তি ওজন কমাতে কি না করছেন আপনি? কিন্তু ওজন কমাতে গেলে তো প্রচুর ব্যায়াম বা কঠিন ডায়েট করতে হবে। এটি বেশ কষ্টসাধ্য ব্যাপার। 

আর এ কারণেই ওজন বাড়তেই থাকে প্রতিনিয়ত। এভাবে ওজন বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয় নানাবিধ শারীরিক সমস্যা। তবে এখন শরীরের ওজন নিয়ে দুশ্চিন্তা মাথা থেকে ঝেরে ফেলুন।

কারণ হাতের কাছেই পাবেন ওজন কমানোর মহৌষুধ। হ্যাঁ, নিয়মিত খেতে পারলে মাত্র তিন সপ্তাহেই জিরা পানি খেয়েই আপনি কমিয়ে ফেলতে পারেন শরীরের অতিরিক্ত মেদ! তাহলে জেনে নিন জিরা তৈরির প্রণালী ও এর গুণাবলি।

ওজন কমাবে
১ গ্লাস পানির মধ্যে ২ চামচ আস্ত জিরা ভিজিয়ে রাখতে হবে সারা রাত। সকালে সে পানিটি ছেঁকে তার মধ্যে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে খালি পেটে এ পানিটি খেতে হবে। ওজন কমাতে অন্তত তিন সপ্তাহ এ মিশ্রণটি খেতে হবে। এছাড়া প্রতিদিন ৫ গ্রাম দই এর সাথে ১ চামচ গুড়া জিরা মিশিয়ে খেলেও ওজন কমবে।

পেটের মেদ কমাতে
পেটের মেদ কমানোর জন্য সিদ্ধ সবজির ওপর আদা কুচি, লেবুর রস আর জিরার গুঁড়া ছিটিয়ে দিন এবং রাতের খাবার হিসেবে খান। পেটের মেদ কমানোর এটি একটি সহজ উপায়।

হজম ক্ষমতা বাড়ায়
জিরা হজম শক্তি বাড়াতে সাহায্য করে।পেটে গ্যাস জমা কমায় ও বদ হজম থেকেও মুক্তিদেয়।এক গ্লাস পানিতে এক চা চামচ জিরা জ্বাল দিতে হবে। তারপর এর রং বাদামী হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা হয়ে এলে এটি পান করতে হবে। এটি দিনে ৩-৪ বার পান করতে হবে। এ মিশ্রণটি পেট ব্যথা কমাতে সাহায্য করবে এবং হজমশক্তি বৃদ্ধি করবে।

পেট পরিষ্কার করবে
অল্প পরিমাণের আস্ত জিরা ভেজে গুঁড়ো করে নিবে হবে। এরপর ১ গ্লাস পানি, ১ চামচ মধু ও গুঁড়া জিরা এক সাঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। এছাড়া জিরার চাও কিন্তু পেটের জন্য বেশ উপকারী।

ঘুমের সমস্যা দূর করবে
যাদের রাতে ঘুম হয় না, তাদের জন্য জিরাপানি খুব উপকারী।নিয়মিত রাতে ঘুমানোর আগে জিরা পানি খেলে ঘুমের সমস্যা দূর হয়ে যাবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!