• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন সিটিতে ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা


নিউজ ডেস্ক জুলাই ১২, ২০১৮, ০১:৪৬ পিএম
তিন সিটিতে ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা

ঢাকা : রাজশাহী, সিলেট ও বরিশালে সিটি নির্বাচনে জোরেসোরে প্রচারে নেমেছেন প্রার্থীরা। নিজেদের পক্ষে সমর্থন চাইতে সকাল থেকেই মাঠে নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নগরবাসীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

বরিশালে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ার অভিযোগ করেছে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহ বরিশালকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছেন।

সিলেটে পোস্টার লাগাতে বাধাসহ নেতাকর্মীদের হয়রানীর অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।

আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেন, এটি কাল্পনিক অভিযোগ। রাজশাহীতে বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে এবং আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটন নগরীর আর ডি এ মার্কেটে প্রচারণা শুরু করেন।

প্রচারণার অংশ হিসেবে ভোটারের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত চলে প্রচারণা। কখনও কখনও তারা শহরের চায়ের দোকান কিংবা পাড়া মহল্লার মোড়ে মোড়ে জনবহুল এলাকায় গিয়ে ভোট চাইছেন।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!