• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তিব্বতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৮, ২০১৭, ১১:৫২ এএম
তিব্বতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ঢাকা: চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। খবর- টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) ভোর ৬টা ৩৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের নাইংচি এলাকায়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্র। এটি ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের কাছেই অবস্থিত।

আসছে ভয়াবহ মেগা-ভূমিকম্প, মরবে ৪ কোটি

চীনের আর্থকুয়াক নেটওয়ার্ক সেন্টারের (সিইএনসি) বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। ভোরের ওই ভূমিকম্পের পর পরই সকাল ৮টা ৩১ মিনিটে তিব্বতে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার গভীরে উৎপন্ন ভূমিকম্পটি পাঁচ মাত্রার ছিল। তবে সেটির কেন্দ্রস্থল নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত ভূমিকম্প দুটিতে ক্ষয়ক্ষতির পরিমাণের হিসাব মেলেনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!