• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কে গাড়িবোমা হামলা, ৯ পুলিশ নিহত


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৬, ২০১৬, ০২:৫০ পিএম
তুরস্কে গাড়িবোমা হামলা, ৯ পুলিশ নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিজরির পুলিশ হেডকোয়ার্টার ভবনের বাইরে বড় ধরনের গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ শুক্রবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি অনলাইন। এতে ৮ পুলিশ সদস্য নিহত ও অন্তত ৪৫ জন আহত হয়েছেন। তুরস্কের সংবাদপত্র হুরিয়াত জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ১২টি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার দেখা গেছে।

তবে হাসপাতাল সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ হামলায় ৯ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বোমা হামলায় একটি বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের স্থানীয় গণমাধ্যম এ হামলার জন্য নিষিদ্ধ পিকেকে দায়ী করছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!