• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কে প্রেসিডেন্সিয়াল গার্ড ইউনিট বিলুপ্তির ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৪, ২০১৬, ১২:৫০ পিএম
তুরস্কে প্রেসিডেন্সিয়াল গার্ড ইউনিট বিলুপ্তির ঘোষণা

তুরস্কের বিশেষ প্রেসিডেন্সিয়াল গার্ড বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা চালালে এটি ব্যর্থ হয়। এরপরই সেনাবাহিনীতে ব্যাপক রদবদলের ঘোষণা দেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। এই অভ্যুত্থানচেষ্টার জন্য এরদোগান অবশ্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত আরেক নেতা ফেতুল্লা গুলেনকে দায়ী করেছেন। তবে গুলেন এ অভিযোগ অস্বীকার করেছেন। গত কয়েক দিনে গুলেনের এক ভাতিজাসহ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইলদিরিম বলেন, ‘প্রেসিডেনশিয়াল গার্ডের আর কোনো প্রয়োজন নেই। এটি আর রাখা হবে না।’

তুরস্কের প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্যসংখ্যা ২ হাজার ৫০০। সেনা অভ্যুত্থানচেষ্টার অভিযোগে এই বাহিনীর ২৮৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!