• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুরস্কে ব্লক হলো উইকিপিডিয়া


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৯, ২০১৭, ০৭:০৫ পিএম
তুরস্কে ব্লক হলো উইকিপিডিয়া

ফাইল ছবি

ঢাকা: তুরস্কে বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ ওয়েবসাইট উইকিপিডিয়া সামায়িক ব্লক করে দেয়া হয়েছে। দেশটির গণমাধ্যম ডেইলি সাবার প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রিয়ভাবে কিছু কন্টেন সংশোধনের জন্য ইউকিপিডিয়া কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। এ জন্য সামায়িকভাবে ওয়েবসাইটটিতে তুরস্কের জনগণ ঢুকতে পারছে না। 

তবে প্রথমে পরিষ্কার করে জানা যায় নি কি কারণে এটা করা হয়েছে। কিন্তু পরে দেশটির তথ্য বিষয়ক কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, প্রশাসনিক ব্যবস্থার কারণে এরকম হচ্ছে। কিন্তু এর পেছনে কোনো কারণ দেখানো হয়নি। কিন্তু দেশটিতে অন্যান্য ওয়েবসাইট ঠিকমতোই কাজ করছে।

টার্কি ব্লকস নামে একটি গ্রুপ বলছে, শনিবার সকাল থেকেই উইকিপিডিয়াতে যাওয়া যাচ্ছে না। তুর্কী কর্তৃপক্ষের নির্দেশেই এটি ব্লক করে দেওয়া হয়েছে।

এর আগে তুর্কী কর্তৃপক্ষ ফেসবুক, ইউটিউব এবং টুইটারের মতো সাইট বেশ কয়েকবার ব্লক করেছে। উইকিপিডিয়ার ওপর আরো কিছু দেশেও এরকম বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়া ও চীন।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!