• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা (ভিডিওসহ)


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২০, ২০১৬, ০৪:৪৩ এএম
তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা (ভিডিওসহ)

তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় একটি আর্ট গ্যালারি পরিদর্শনের সময় তিনি এ হামলার শিকার হন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

বিবিসি জানিয়েছে, হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ায় রুশ বাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভের একদিন পরই এ হামলার ঘটনা ঘটলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ‘তুর্কিদের চোখে রাশিয়া’ শিরোনামের প্রদর্শনীতে বক্তব্য দেয়ার সময় কারলভকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রাষ্ট্রদূতকে গুলি করার পর হামলাকারী অনুষ্ঠানের সব অতিথিকে চলে যাওয়ার সুযোগ দেয়। হামলায় আহত আরও তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিএনএন তুর্কিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারী একাই ছিল। হামলাকারীকে ‘আমি এখান থেকে জীবিত ফিরব না’ বলতে শুনেছেন তিনি। রাষ্ট্রদূতকে গুলি করার পর হামলাকারী সিরিয়ার আলেপ্পোর পরিস্থিতি নিয়েও কথা বলে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে,  পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীর মৃত্যু হয়েছে। হামলাকারী রুশ রাষ্ট্রদূতকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়েছে।

বিবিসি জানিয়েছে, হামলাকারী ‘আল্লাহ আকবর’ ও ‘আলেপ্পোর কথা ভুলে যেও না’ বলে চিৎকার করেছে। হামলার মোটিভ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। পুলিশের পরিচয়পত্র দেখিয়ে হামলাকারী গ্যালারিতে প্রবেশ করে। ভিডিওতে দেখা যায়, স্যুট পরিহিত সুদর্শন এক যুবক হাতে রিভলবার নিয়ে চিৎকার করছে। সূত্র: রয়টার্স, বিবিসি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!