• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৬, ২০১৬, ১২:২৭ পিএম
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তুর্কি সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সোয়া ৫টায় দেশটির ইরেসান প্রদেশে কৃষ্ণসাগরের কাছে পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সিকোরস্কি এস-৭০ নামের হেলিকপ্টারটি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও তার তাদের পরিবারের সদস্যদের বহন করছিল। আরোহীদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল।

এক বিবৃতিতে তুর্কি সেনা বাহিনীর চিফ অব স্টাফ বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গী, তাদের স্ত্রী এবং সন্তানসহ ৭ জন প্রাণ হারিয়েছেন।’

তুর্কি গণমাধ্যম হেলিকপ্টারের যাত্রীদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং দুইজন কর্নেলও ছিলেন বলে দাবি করেছে।

তবে সন্ত্রাসী হামলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দেশটির সরকার। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সাংবাদিকদের জানান, ‘সম্পূর্ণ বিরূপ আবহাওয়ার কারণে’ এই দুর্ঘটনা ঘটেছে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!