• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কের বিমানবন্দরে হামলায় ‘আইএস জড়িত’


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১, ২০১৬, ১১:২০ এএম
তুরস্কের বিমানবন্দরে হামলায় ‘আইএস জড়িত’

তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার জড়িত তিন ব্যক্তি রাশিয়া, উজবেকিস্তান ও কিরগিজস্তানের নাগরিক বলে জানিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে তুর্কি কর্তৃপক্ষ। বিমানবন্দরে হামলার সঙ্গে জঙ্গি সংগঠন আইএস জড়িত বলে ধারণা করছে তুর্কি কর্তৃপক্ষ। এর মধ্যে বেশ কয়েকটি এজেন্সি তিন হামলাকারীর মধ্যে একজনের নাম ওসমান ভাদিনভ বলে উল্লেখ করেছে।

তিনি ২০১৫ সালে সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত শহর রাক্কা থেকে তুরস্কে প্রবেশ করেছে। এছাড়া মঙ্গলবারের হামলার ঘটনায় জড়িত সন্দেহে দেশটির অন্তত ১৬টি স্থানে তল্লাশি চালিয়ে ৩ বিদেশি নাগরিকসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলায় ৪৪ জন নিহত হয় এবং আহত হয় প্রায় ২শ' ৪০ জন।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!