• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃতীয় দিনেও স্রোতে উদ্ধার কাজ ব্যাহত, ২ লাশ উদ্ধার


শরীয়তপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১৩, ২০১৭, ১১:০০ পিএম
তৃতীয় দিনেও স্রোতে উদ্ধার কাজ ব্যাহত, ২ লাশ উদ্ধার

শরীয়তপুর: জেলার নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটে পদ্মার ভাঙনে ডুবে যাওয়া লঞ্চ তিনটি উদ্ধারে তৃতীয় দিনের মত উদ্ধার অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা।

লঞ্চ ও নিখোঁজ যাত্রীদের খোঁজে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় পুনরায় উদ্ধার কাজ শুরু করেন তারা। কিন্তু পদ্মার প্রবল স্রোতে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বুধবার পারভী (৩১) নামে নিখোঁজ এক যাত্রী এবং অজ্ঞাতনামা আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে মোট তিনজনের লাশ উদ্ধার করা হলো।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুলারচর এলাকায় একটি লঞ্চের অবস্থান শনাক্ত হলেও প্রবল স্রোতের কারণে এখনো লঞ্চটি উদ্ধার করতে পারেনি উদ্ধার কর্মীরা। শনাক্ত করা লঞ্চটি অন্তত ৪০ ফুট পানির নীচে রয়েছে বলে ধারণা করছে বিআইডব্লিউটিএ’র ডুবুরিরা। স্রোত এতই তীব্র যে ৫ থেকে ৬ ফুটের বেশি নিচে যেতে পারছেনা ডুবরিরা। লঞ্চটি রশিতে বাঁধতে না পারায় উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বাকি লঞ্চ দুটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে নিখোঁজ যাত্রীদের স্বজনরা পদ্মার পাড়ে আহাজারি করছে। যাত্রীদের জীবিত উদ্ধারের আশা অনেকটা ফিকে হয়ে গেছে। লাশের সন্ধানে ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন স্বজনরা। নিখোঁজ যাত্রী ও লঞ্চ কর্মীদের বাড়িতে চলছে শোকের মাতম। প্রতিবেশি ও আত্মীয়-স্বজনরা সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন। এক হৃদয় বিদারক অবস্থা তৈরি হয়েছে নিখোঁজদের বাড়িতে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম উদ্দিন জানান, বুধবার দুপুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে জেলেরা থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে নড়িয়া থানায় নিয়ে আসে। লঞ্চ ডুবিতে প্রাণে বেঁচে যাওয়া মোহাম্মদ আলী লাশটিকে তার স্ত্রী পারভীনের লাশ হিসেবে শনাক্ত করে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়া নদী থেকে ভাসমান অবস্থায় আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। লাশটি পরিচয় নিশ্চিতের জন্য নড়িয়া থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ’র (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান জানান, লঞ্চ ও নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। সকাল থেকে আমরা বাকী লঞ্চ দুটির অবস্থান শনাক্ত করতে ‘সাইড স্কেনার সোনার’ মেশিনের সাহায্যে অভিযান পরিচালনা করছি। এ মেশিনটি নদীর দেড়শ’ মিটার গভীরের ছবি তুলতে সক্ষম।

এ মেশিনের মাধ্যমেই ডুবে যাওয়া নৌযান শনাক্ত করা হয়ে থাকে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুলারচর এলাকায় শনাক্ত করা লঞ্চটিও উদ্ধার করা সম্ভব হয়নি। স্রোতের কারণে ডুবুরিরা ওই লঞ্চের সঙ্গে কোনো রশি বাঁধতে পারছে না। তাই লঞ্চটি টেনে উঠানো সম্ভব হয়নি।

গত ১১ সেপ্টেম্বর পদ্মার ভাঙনের কারণে নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটের পল্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। পানির তীব্র স্রোতে পল্টুনে নোঙর করা মৌচাক, নড়িয়া-২ ও মহানগর নামের তিনটি লঞ্চ ডুবে যায়। লঞ্চে থাকা তিন যাত্রী ও ১২ জন কর্মী এখনো নিখোঁজ রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

পদ্মায় ৩ লঞ্চ ডুবি: একজনের লাশ উদ্ধার

Wordbridge School
Link copied!