• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তেলের ট্যাংকে ৪০ হাজার ইয়াবা!


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৮:০৮ পিএম
তেলের ট্যাংকে ৪০ হাজার ইয়াবা!

ফাইল ফটো

কক্সবাজার: নম্বরবিহীন একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকে ভেতরে নিয়ে পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল (২৫) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

হেলালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার ছরম্বা মজিদিয়ার হাট এলাকায়।

শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাজেস বড়ুয়া বলেন, টেকনাফ থেকে ইয়াবার একটি চালান নিয়ে নম্বরবিহীন একটি পালসার মোটরসাইকেল উখিয়ার দিকে আসছে এমন খবরের ভিত্তিতে হাইওয়ে পুলিশ কড়া নজরদারি রাখে। দুপুর ১টার দিকে ওই মোটরসাইকেলটি উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহীকে থামতে সংকেত দেয় পুলিশ।

পরে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে তেলের ট্যাংকের ভেতরে আনা ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসময় হেলালকে আটক করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

হেলাল পুলিশকে জানায়, টেকনাফ বাসস্টেশন এলাকা থেকে মোটরসাইকেলটি এক যুবক তাকে বুঝিয়ে দেন। ইয়াবার ব্যাপারে তিনি কিছু জানতেন না। তিনি আরো জানান, মোটরসাইকেলটি আট হাজার বিনিময়ে লোহাগাড়ায় পৌঁছে দেয়ার চুক্তি হয় একব্যক্তির সঙ্গে। কিন্তু তিনি তার নাম পরিচয় কিছুই জানেন না।

এসআই রাজেস বড়ুয়া বলেন, ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ হেলালকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!