• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘তোমার অনেক টাকা নষ্ট করেছি, মাফ করে দিও বাবা’


সিরাজগঞ্জ প্রতিনিধি মার্চ ২৩, ২০১৮, ০৪:২৯ পিএম
‘তোমার অনেক টাকা নষ্ট করেছি, মাফ করে দিও বাবা’

সিরাজগঞ্জ: ‘বাবা রাগ একটু কমাও। সবার মনের কথা ভাবো আর বোঝার চেষ্টা  কর। বাবা আমি তোমার খারাপ ছেলে না। আমি আর কোনোদিন তোমার কোনো ক্ষতি করবো না বাবা প্রমিজ। তোমার অনেক টাকা নষ্ট করেছি, আমাকে মাফ করে দিও।’

বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করার আগে সুইসাইড নোটে কথাগুলো লিখে গেছেন ফাহিম আহাম্মেদ (২১) নামে এক যুবক।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ মার্চ) রাত ১০টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায়।

ফাহিম আহম্মেদ বেলকুচি পৌরসভার মুকুন্দগাঁতী গ্রামের তাঁত ব্যবসায়ী হাজী ফজল প্রামানিকের ছেলে।

বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় ফাহিম। সন্ধ্যার পরও ঘুম থেকে না ওঠায় স্বজনরা দরজা ভেঙে ফাহিমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধর করে।

এসময় ফাহিমের হাতে তার বাবাকে উদ্দেশ্য করে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!