• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তোমার চুম্বন আমার বিশ্বাসের ভূখন্ড


মো:গোলাম মোস্তফা (দুঃখু) সেপ্টেম্বর ২০, ২০১৮, ০৭:১০ পিএম
তোমার চুম্বন আমার বিশ্বাসের ভূখন্ড

চুম্বনের জন্য আজ আমি বেঁচে  আছি,
যেদিন চলে যেতে চেয়ে ছিলাম।

সেদিন তোমার চুম্বনের স্পর্শ,
আমাকে আবার ফিরিয়ে এনেছে তোমার ভূখন্ডে ।

আমি দেখতে কয়লার মতো কালো !
তোমার দিকে তাকালে মায়া হয়,
কয়লার পিছনে কেন করছো জীবন ক্ষয় ।

তোমার কয়লা ঠোঁটে,
আছে আমার রক্ত কনিকা।
তুমি যে হাত,
আমার কপালে  রাখো।

সে হাতে আছে ,
আমার বেঁচে থাকার হাজারো স্বপ্ন ।

তুমি কালো,
তবে তোমার ঠোটের চুম্বনে আছে !
মধুর চেয়েও দামি মধু ।

তোমার চোখের পাতা গুলো আমার হৃদস্পন্দন!
তুমি যখন আমার বুকে মাথা রেখে ঘুমাও,
আমার দেহের হৃদস্পন্দন আমাকে বলে।

এমন সুখের ছায়া যদি  সাথে থাকে,
আমি হৃদস্পন্দন কথা দিলাম।
কখনো তোমার হৃদস্পন্দন ক্ষতি হতে দিবো না !

আমার কয়লা সুন্দরী !
তুমি শুনতে পাচ্ছো,
দেহের হৃদস্পন্দন তোমার কথা বলছে ।

আমি এই জন্য,
তোমার কয়লা দেহের মনের জন্য পাগল  ।

একটা নয় লক্ষ কোটি  চুমু দিয়ে,
তোমায় সারাজীবন বাঁচিয়ে রাখবো ।

সকালের পাখি গুলো বলছে।
তোমার কয়লা ঠোঁটের চুম্বন খেয়ে,
যেন আমার সকাল হয় ।

এত নিরব কেন গাছ ভাই ?
কি আর করবো,
চুপ না থেকে ।

আমার দেহ শুকিয়ে গিয়েছে,
চুমু খানা না পেয়ে ।
তোমারও চুম্বন প্রয়োজন !

আমি চুম্বনের নদী বানাতে চাই,
সেই পানি দিয়ে তোমাকে গোসল করাবো ।

তোমার জন্য চুম্বনের রাজ্য তৈরী করবো !
যেখানে থাকবে ভালোবাসার ফুল,
যে ফুলের রুপে তোমার দেহ সাজবে চুম্বনের স্পর্শে।

চুম্বনের জন্য পার্ক তৈরি করতে চাই,
যেখানে সুন্দর দৃশ্যকে
বলবে না নোংরামির খেলা ।

বিশ্বাস করো তোমার জন্য,
এই দেহের প্রাণটি দিয়ে দিবো  ।

একবারো মনে প্রশ্ন আসতে দিবো না,
আমি কেন মরে যাচ্ছি ।

তুমি আমার ভালোবাসার বাগান।
যে ভূখন্ডের মাঝে আমাকে বাঁচিয়ে রাখবে,
তোমার ভালোবাসার চুম্বনের স্পর্শ ।

চোখ বন্ধ করে দেওয়া,
তোমার চুম্বনের বিশ্বাস আমার কাছে রাখা ।

চুমু খাওয়ার সময় যদি,
তুমি আমার বুকে ছুড়ি চালাও।
ব্যাথা অনুভব করবো না,
তোমার চুম্বন আমার বিশ্বাসের ভূখন্ড ।

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!