• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
আত্ম-উন্নয়নমূলক অণুগল্প

তোমার সাফল্যে বাধা তুমিই!


সাহিত্য-সংস্কৃতি ডেস্ক জুন ২, ২০১৭, ০২:০৫ পিএম
তোমার সাফল্যে বাধা তুমিই!

ঢাকা: বিশাল এক কোম্পানি হঠাৎ করেই ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল।নোটিশে লেখা ছিল-

‘আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত।’ 

একজন সহকর্মীর মত্যুর খবর শুনে প্রথমে কর্মচারীরা দুঃখ পেল। পরে তারা বেশ কৌতুহলী হয়ে উঠলো। তারা জানতে চাইলে কোন সে ব্যক্তি যার জন্য কোম্পানি লোকসান করে বসলো? আমাদের জীবিকার ওপর আঘাত করলো?

ভাবতে ভাবতে তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। আবারো তারা সবাই ভাবতে লাগলো, ‘আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল? তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই।

কর্মচারীরা একে একে কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো। কিন্তু একি হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য, হতভম্ভ হয়ে গেল। যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল।

আসলে কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না। যে-ই সেই কফিনের ভেতরে তাকিয়েছিলো সে-ই তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিলো। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল- 

‘তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছো 'তুমি' নিজে। তুমিই সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো। তোমাকে সুখী করতে পারো। তোমাকে সাহায্য করতে পারো।’

কাগজে আরো লেখা ছিল, ‘তোমার জীবন তখনও বদলে যায় না, যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়। পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো।’

শেষ লাইনে ছিল, ‘নিজের আলোয় আলোকিত করো চারপাশ’।

আর ওই ঘটনার পর থেকে বদলাতে শুরু করেছিল সেই কোম্পানির কর্মচারীরা। এক পর্যায়ে দেশে শীর্ষ স্থান দখল করে নিলো সেই লোকসানি কোম্পানি। 

সোনালীনিউজ/এন   

Wordbridge School
Link copied!