• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্বক ও চুলের নানা সমস্যা সমাধানে গ্লিসারিন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০১৬, ০৪:৫৬ পিএম
ত্বক ও চুলের নানা সমস্যা সমাধানে গ্লিসারিন

সোনালীনিউজ ডেস্ক

ত্বকের নানা সমস্যা সমাধানে গ্লিসারিন বেশ কার্যকরী। গ্লিসারিনের তেমন কোনো পাশ্বপ্রতিক্রিয়া না থাকায়, ত্বক ও চুলের যত্নে নিয়মিত ব্যবহার করতে পারেন গ্লিসারিন।

ত্বকের যত্নে গ্লিসারিন
* গ্লিসারিন ত্বককে সুন্দর ও তারুণ্যে ভরিয়ে তোলে। মুখে, হাঁটুতে ও কনুইয়ে গ্লিসারিন লাগিয়ে দেখুন, রুক্ষতা দূর হবে।
* বিরক্তিকর ব্রণ, অ্যাকনে, ব্ল্যাকহেডস্ থেকে রেহাই দেয় গ্লিসারিন। ত্বকের কোষ উন্নত করে।
* ত্বকের জীবাণুর সংক্রমণ ও তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে গ্লিসারিন বাঁচায়।
* হাইগ্রোস্কোপিক গুণ থাকায় ত্বকের ক্ষয়ক্ষতি মেরামত করে গ্লিসারিন।
* পানিতে গ্লিসারিন মিশিয়ে লাগালে ত্বক সজীবতা ফিরে পায়। ত্বক ময়েশ্চেরাইজ়ড হয়।
* বলিরেখা নির্মূল করতে সাহায্য করে গ্লিসারিন। ত্বকের তারুণ্য ধরে রাখে।
 
চুলের যত্নে গ্লিসারিন
* একটুখানি গ্লিসারিন স্কাল্পকে ঠান্ডা করে খুশকি দূর করে।
* কোঁকড়া চুলে নিয়মিত গ্লিসারিন লাগালে পার্থক্যটা বুঝতে পারবেন। দারুণ উপকারী।
* চুলে পুষ্টি ও ময়েশ্চার জোগায় গ্লিসারিন। সুস্থ, স্বাভাবিক চুল পেতে পারেন আপনি।
* অনেকের স্কাল্প চুলকায়। এর সমাধানে কার্যকরী গ্লিসারিন।
* চুলকে ময়েশ্চারাইজ় করে লম্বা হতে সাহায্য করে গ্লিসারিন। চুল পরার সমস্যা থাকে না।
* শ্যাম্পু করার পর ভেজা চুলে গ্লিসারিন ব্যবহার করুন। এটি চুলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে, যা চুলকে ঝরঝরে ও মসৃণ করে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!