• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে পড়লেন ইমরুল


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৮, ১০:০৬ পিএম
ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে পড়লেন ইমরুল

ফাইল ফটো

ঢাকা: ইমরুল কায়েসের জন্য বড়ই দূর্ভাগ্যের বিষয়টি। চোটের কারণে ছিটকে পড়লেন প্রথম দুই ম্যাচ থেকে। পরের দুটি ম্যাচেও ইমরুল কায়েসের জায়গা হলো না। একটি পরিবর্তন এনে বাকি দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনুশীলনে বাঁহাতের আঙুলে চোট পেয়েছিলেন ইমরুল। বাঁ-হাতি ওপেনারকে নিয়ে অনিশ্চয়তা থাকায় ৭ জানুয়ারি ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়। ইমরুল পুরোপুরি সেরে না ওঠায় শেষ অবধি তাঁকে দলের বাইরেই যেতে হলো।

নির্বাচকরা ইমরুলকে বিসিএলের ম্যাচ খেলতে বলেছেন। সেই নির্দেশনা মেনে তিনি এরই মধ্যে ম্যাচ খেলতে চলে গিয়েছেন রাজশাহীতে।

বাকি দুই ম্যাচের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন ও সানজামুল ইসলাম।
 
সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!